পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান থেকে পরিচালিত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ভারত বিরোধী প্রচার চালানো হচ্ছিল। পালরা গ্রাম থেকে ওই গ্রুপের একজন অ্যাডমিন গ্রেপ্তার করা হয়েছে। ওই গ্রুপের বাকি যারা অ্যাডমিন আছে তারা বিদেশের। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে।
যদিও ধৃত নাইমের দাবি, “ওই গ্রুপে ১০০ থেকে ১৫০ জন আছে। আমাকে একটি লিঙ্ক পাঠানো হয়েছিল। আমি সেই লিঙ্ক দিয়ে ওই গ্রুপে জয়েন করি। পরে আমার চেনাজানা কিছু মানুষকেও জয়েন করাই। ১০-১৫ মিনিট আগে হঠাৎ দেখি আমাকে ওই গ্রুপের অ্যাডমিন করে দেওয়া হয়েছে। আমি অন্য অ্যাডমিনদের কাউকেই চিনি না। এমনকী গ্রুপের মেসেজগুলিও কোনওদিন দেখিনি।”
Be the first to comment