কারখানার মিথেন গ্যাস ট্যাঙ্ক মেরামত করছিলেন শ্রমিকরা। এমন সময় বিকট শব্দে ঘটল বিস্ফোরণ। ছয় শ্রমিক ঘটনাস্থলে মারা গেলেন। গুরুতর আহত আরও আটজন। তিনজন নিখোঁজ হয়ে গিয়েছেন। বুধবার উত্তরপ্রদেশের বিজনৌর জেলায় এক পেট্রোকেমিক্যাল কারখানার ঘটনা।
বিজনৌরের পুলিশ সুপার উমেশ কুমার সিং জানিয়েছেন, কোতোয়ালি থানার অন্তর্গত মোহিত পেট্রো কেমিক্যালস লিমিটেডের মিথেন ট্যাঙ্কটি এদিন কয়েকজন শ্রমিক মিলে পরিষ্কার করছিলেন। এমন সময় বিস্ফোরণ ঘটে। ছ’জন ঘটনাস্থলেই মারা যান। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, মিথেন ট্যাঙ্কটি খালি না করেই তাতে একটি ফুটো মেরামত করতে বলা হয়েছিল। সেজন্যই বিস্ফোরণ ঘটেছে। তার তীব্রতা এত বেশি ছিল যে শ্রমিকদের দেহগুলি নিকটবর্তী মাঠে ছিটকে পড়ে। শ্রমিকদের জীবন বিপন্ন করে কাজ করানোর জন্য তাঁরা কারখানা মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের জন্য শোকপ্রকাশ করেছেন। আহতরা যাতে ঠিকমতো চিকিৎসা পান, সেজন্য নির্দেশ দিয়েছেন অফিসারদের।
Be the first to comment