![6d699b2f-7dae-48a6-92d0-824e805c51c7](https://www.rojdin.in/wp-content/uploads/2017/09/6d699b2f-7dae-48a6-92d0-824e805c51c7.jpg)
রফিকুল জামাদার : পঞ্চমীর সন্ধা থেকেই মহানগরীর রাস্তা মানুষের দখলে। উত্তর থেকে দক্ষিণ— মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। বাঙালিরা মেতে উঠেছেন তাঁদের প্রিয় উৎসবে। আহেরিটোলা বলুন কিংবা এদিকে নাকতলা বলুন অথবা চেতলা বা সুরুচি সংঘ—সব মণ্ডপেই ভিড় চোখে পড়ার মত।
সিটি অব জয়-এ এই মহা উৎসবে শুধু বাঙালিরাই নন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ সামিল হন। বিদেশ থেকে বহু মানুষ আসেন বাংলার শ্রেষ্ঠ উৎসবে সামিল হতে। আগে ষষ্ঠীর দিন থেকে মণ্ডপে মণ্ডপে বিপুল ভিড় দেখা যেত। এবার পঞ্চমীর দিন থেকেই মানুষের ঢল মণ্ডপে মণ্ডপে। এক্ষেত্রে আবহাওয়া দফতরের বৃষ্টির আশঙ্কার কথা বড়ো ফ্যাক্টর। সেই আশঙ্কার কথা মাথায় রেখে মহালয়া থেকেই বিভিন্ন মণ্ডপে ভিড় দেখা গেছে। কোনওভাবেই পঞ্চমীর রাত মিস করতে চাইছেন না উৎসব প্রিয় মানুষ।
আবহাওয়া দফতর বলেছে, বৃষ্টি হতে পারে পুজোর মধ্যে। বিশেষ করে অষ্টমী, নবমীর দিন। তবে তাতে কি। দুর্গাপুজো বলে কথা। বাড়িতে বসে থাকা যায়…
Be the first to comment