বদলে যেতে চলেছে পুরনো পাসপোর্ট। তার বদলে আসবে নতুন পাসপোর্ট। ইতমিধ্যেই নতুন পাসপোর্টের নকশা অনুমোদন করেছে কেন্দ্র। কয়েক মাসের মধ্যেই চালু হবে নতুন পাসপোর্ট। ওয়াশিংটনে ‘পাসপোর্ট সেবা’ প্রকল্পের সূচনা অনুষ্ঠানে এমনটাই জানান বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিং। মূলত, বিদেশে বসবাসরত ভারতীয়দের পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সমাধানের ‘পাসপোর্ট সেবা’ প্রকল্প চালু করা হয়। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয়মন্ত্রী জানান, এখন থেকে বিদেশে বসবাসরত ভারতীয়রা আবেদনের ৪৮ ঘন্টার মধ্যেই নতুন পাসপোর্ট পেয়ে যাবেন। শীঘ্রই পৃথিবীর সমস্ত প্রান্তের ভারতীয়রাই এই সুবিধা পাবে।
সেই সঙ্গে আরও জানান, পুরনো পাসপোর্ট বদলে ফেলা হচ্ছে। আসবে নতুন পাসপোর্ট। নতুন পাসপোর্টে সুরক্ষাবিধা আরও জোরদার করা হয়েছে। কাগজের মানও উন্নত করা হয়েছে। ফলে পাসপোর্ট জালিয়াটি আটকানো সম্ভব হবে। তবে রঙের কোনও পরিবর্তন হচ্ছে না। পুরনো পাসপোর্টধারীদের ক্ষেত্রেও সমস্যা হবে না। এই মুহূর্তে দেশে প্রায় ৩৩৬টি পাসপোর্ট অফিশ রয়েছে। সেই সংখ্যা আরও বাড়িয়ে ৫০০ করা হচ্ছে। এখনও অনেক ভারতীয়কে যাতে পাসপোর্টের আবেদন করতে ৫০ থেকে ৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এই সমস্যা সমাধানের জন্যই পাসপোর্ট অফিসের সংখ্যা বাড়ানো হচ্ছে।
Be the first to comment