মহরমের দিন দুর্গাপুজোর বিসর্জন বন্ধ রাখার সরকারি নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, তিনি বলেছিলেন, একাদশীর দিন মা-কে কেউ বিসর্জন দেয় না। এই নিয়ে পরিস্থিতি আদালত অবধি গড়ায়। বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, মহরমের দিন তো বটেই, রোজ বিসর্জন হবে এবং রাত দশটা পর্যন্ত নয়, রাত বারোটা পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে। মহরমের তাজিয়া এবং বিসর্জনের শোভাযাত্রার রুট আলাদা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি বলেন, সব ঠিক আছে। কোর্টের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সব পরিস্থিতিরই ওয়েআউট রয়েছে। পরে একডালিয়া এভারগ্রিন পুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের রায় সবচেয়ে বড়ো রায়। উৎসবের সময় অশান্তি করলে আমার থেকে বড়ো শত্রু কেউ হবে না। কেউ যদি চক্রান্ত করে হিংসা ছড়ায়, তার দায়িত্ব তাদেরই নিতে হবে। এদিনও ইঙ্গিত দেন, দিল্লির সরকার চক্রান্ত করছে। উৎসবকে মাটি করতে এইসব করা হচ্ছে।
Be the first to comment