পিতৃহারা হলেন অজয় দেবগন

Spread the love

মাসানুর রহমান,

পিতৃহারা হলেন অজয় দেবগণ৷ প্রয়াত হলেন বলিউডের স্টান্ট ডিরেক্টর বীরু দেবগণ৷ আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি৷ আজ সন্ধে ৬টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ বহু নায়কের যে স্টান্ট বা অ্যাকশন সিন দেখে বাহবা দেন দর্শক, তার পিছনের রূপকার ছিলেন এই বীরু দেবগণ৷ প্রায় ৮০টিরও বেশি ছবিতে স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন তিনি।

বলিউডের সকলেই দেবগণ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ শহেনশা থেকে খুন ভরি মাঙ্গ  ছবিতে স্টান্ট ডিরেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। এমনকি হিন্দুস্তান কি কসম ছবির পরিচালকও ছিলেন বীরু দেবগন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*