বিদ্যাসাগর কলেজের ঘটনায় নির্বাচন কমিশনের জরুরি ভিডিও কনফারেন্স

Spread the love

বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙে চূরমার। ঘটনার জেরে বুধবার দিনভর চললো তাণ্ডব। আগামী রবিবারই রাজ্যে শেষ দফার নির্বাচন ৷ রাজ্যে ৯ কেন্দ্রে নির্বাচন হবে ৷ তার আগেই এধরণের অপ্রীতিকর ঘটনা ৷ নির্বাচনের শেষপর্বে কোনওরকম অশান্তি চাইছে না নির্বাচন কমিশন ৷ আর সেই কথাকে মাথায় রেখেই দিল্লি থেকে জরুরি ভিডিও কনফারেন্সে জরুরি আলোচনায় বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক, সিইও আরিজ আফতাবও ৷ ভিডিও কনফারেন্সে মঙ্গলবারের অশান্তি নিয়ে আলোচনা হয় ৷ আলোচনায় উঠে আসে মঙ্গলবারের ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট ৷ কমিশনকে পূর্ণাঙ্গ রিপোর্ট সিইও দফতরের ৷ রিপোর্ট দেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকও ৷ রিপোর্ট নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা হয়।

তৃণমূল ছাত্রপরিষদের দাবি, হামলা চালিয়েছে বিজেপি। গেরুয়া শিবিবের পাল্টা অভিযোগ, তৃণমূলের ছোঁড়া ঢিল-ইটের জবাব দিয়েছে তারা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*