ছবি ও ভিডিও সৌজন্যে- সিপিআই(এম) ওয়েস্ট বেঙ্গল
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় সরব হলো বামেরাও ৷ নিন্দনীয় ঘটনার প্রতিবাদে বুধবার কলেজ স্কোয়্যারে মিছিল করলো বামেরা ৷ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিআইএম পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত সহ বিশিষ্টরা।
সীতারাম ইয়েচুরি বলেন, মহর্ষি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা খুবই নিন্দনীয় কাজ। বিদ্যাসাগর শুধু বাংলার নয় গোটা দেশের কাছে সম্মানীয়। শুধু বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা নয় দেশের নবজাগরণের ক্ষেত্রে বিদ্যাসাগরের বড় ভূমিকা ছিল। তিনি আরও বলেন, যারা বাংলা ও দেশের রুচি সংস্কৃতি শিক্ষা নিয়ে কথা বলে তাদের কাছ থেকে এই কাজ কাম্য নয়।
পাশাপাশি তিনি অভিযোগ করেন, এখন বিজেপি তৃণমূল পরষ্পরকে দোষারোপ করে বিভ্রান্তি ছড়াতে চাইছে । দ্রুত কমিটি গঠন করে গতকালের ঘটনার তদন্ত করা উচিত প্রশাসনের এবং নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই দোষীদের চিহ্নিত করে শাস্তি দিক প্রশাসন।
বিমান বসু বলেন, যে বেথুন কলেজের সামনে এখন আমরা আছি সেটি বেথুন সাহেবের টাকায় তৈরি করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের মূর্তির উপর আক্রমণের এই প্রতিবাদ মিছিল তাই আমরা তাঁর তৈরি করা কলেজের সামনেই শেষ করলাম। বাংলার সংস্কৃতি, বাংলার সৃষ্টি, বাংলার ঐতিহ্যকে তুলে ধরব আমরা।
মঙ্গলবারের অশান্তির জেরে এখনও পর্যন্ত ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ আমহার্স্ট স্ট্রিট থানা গ্রেফতার করেছে ৩৫ জনকে ৷ ২৩ জনকে গ্রেফতার করেছে জোড়াসাঁকো থানা ৷
দেখুন ভিডিও!
https://www.facebook.com/cpimwbpc/videos/745155482545917/?t=6
https://www.facebook.com/cpimwbpc/videos/304400780486588/?t=6
দেখুন ছবি-
Be the first to comment