বিজয় মাল্যকে চার মাস জেলের শাস্তি দিল সুপ্রিম কোর্ট। আদালত অবমাননার দায়ে সোমবার মাল্যকে এই শাস্তি দেওয়া হয়েছে। ২০১৭ সালে তথ্য গোপনের অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত, বিজয় মাল্য ভারত ছেড়ে পালিয়ে গিয়েছেন।
এছাড়াও সুপ্রিম কোর্ট বিজয় মাল্যকে সুদসহ ৪ কোটি মার্কিন ডলার ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে ওই পরিমাণ ডলার দিতে বলা হয়েছে। বিজয় মাল্য ওই সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে না-পারলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে।
২০১৭ সালের মে মাসে বিজয় মাল্য সুপ্রিম কোর্টের নিষেধ থাকা সত্ত্বেও ৪ কোটি ডলার তাঁর সন্তানদের নামে পাঠিয়েছিলেন। তাই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। সেই মামলাতে ২০২২ সালের মার্চ মাসে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে তখন শাস্তির মেয়াদ ঘোষণা স্থগিত রাখা হয়েছিল। এদিন সাজা ঘোষণা হয় আদালতে। আদালত অবমাননায় কয়েক কোটির মদ ব্যবসায়ী বিজয় মাল্যকে ২ হাজার টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্ট। বিজয় মাল্য ২০১৬ সালের মার্চ মাস থেকে লন্ডনে ঘাপটি মেরে রয়েছেন। স্কটল্যান্ড ইয়ার্ড তাঁকে ২০১৭ সালের এপ্রিলে ধরলেও, তিনি আপাতত জামিনে রয়েছেন।
Be the first to comment