বড়মার মরদেহ পৌঁছলো ঠাকুরবাড়িতে। সেখানে নাটমন্দিরে শায়িত আছে তাঁর দেহ। এদিন বড়মাকে শেষবারের মত দেখতে এবং শ্রদ্ধা জানাতে বহু মানুষ উপস্থিত হয়েছেন। ঠাকুরবাড়িতে উপস্থিত রয়েছেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বোস, বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত।
বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ এসএসকেএম থেকে রওনা দেয় শববাহী গাড়ি। সঙ্গে ছিলেন মমতাবালা ঠাকুর ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে শেষশ্রদ্ধা জানানো হয় বড়মাকে। হাসপাতালে চত্বরে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুজিত বোস, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ইদ্রিশ আলি সহ অনেকে। উপস্থিত ছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজনও।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে বড়মার। মঙ্গলবার বড়মার মৃত্যুর পরই একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখুন ভিডিও-
Be the first to comment