গরুপাচার কাণ্ডে এবার বিনয় মিশ্রের বিরুদ্ধে হুলিয়া জারি করে পুরষ্কার ঘোষণা করল সিবিআই। হুলিয়া জারি করে সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, যে ব্যক্তি বিনয় মিশ্রের খোঁজ দিতে পারবে সিবিআই আধিকারিকরা তাকে এক লক্ষ টাকা পুরষ্কার দেবে। পাশাপাশি খোঁজ দেওয়া ব্যক্তির নাম ও পরিচয় গোপন রাখা হবে সিবিআইয়ের তরফে ৷ ইতিমধ্যেই একটি খবরের কাগজে এ বিষয়ে বিজ্ঞাপন দিয়েছে সিবিআই।
প্রসঙ্গত, এর আগে রাজ্য তথা দেশের একাধিক জায়গায় বিনয় মিশ্রের খোঁজ চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। কিন্তু কোনও ভাবেই তাঁর নাগাল পায়নি সিবিআই। ফলে এই বিজ্ঞাপন দিয়ে জনসাধারণের উদ্দেশে জানানো হয়েছে, বিনয় মিশ্রের খোঁজ সিবিআইকে দিতে পারলে এক লক্ষ টাকা পুরষ্কার দেবে সিবিআই।
সিবিআই-এর অভিযোগ, গরুপাচার কাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে বিনয় মিশ্র। পাশাপাশি একাধিক প্রভাবশালীর ব্যক্তির ভয়ে মিডলম্যানের কাজ করত বিনয় মিশ্র। পাশাপাশি নামী-বেনামী একাধিক সংস্থা খোলার অভিযোগ রয়েছে বিনয় মিশ্রের বিরুদ্ধে।
সম্প্রতি তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পারেন ইতিমধ্যেই দেশ ছেড়ে ভানুয়াতু দ্বীপপুঞ্জের নাগরিকত্ব গ্রহণ করেছেন বিনয় মিশ্র। ফলে সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে কোনও ভাবে বিনয় মিশ্রকে এই দেশে ফিরিয়ে নিজেদের হেফাজতে নিতেও চেষ্টা করছে সিবিআই।
Be the first to comment