পাহাড়ের রাজনীতিতে এবার নয়া মোড়। গোর্খা জনমুক্তি মোর্চায় বড় ধাক্কা দিয়ে দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন বিনয় তামাং। এমনকী, তিনি দলের প্রাথমিক সদস্যপদও ছেড়ে দিয়েছেন বলে খবর সূত্রের। মোর্চা নেতা অনীত থাপাকে একটি চিঠি দিয়ে এই পদ ছাড়েন বিনয় তামাং।
নির্বাচনে দলের ব্যর্থতার দায় নিয়েই চিঠি লিখে সবরকম দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। তবে এখনই রাজনীতি ছাড়ছেন না বলে স্পষ্ট করে দিয়েছেন বিনয়। বিমল গুরুঙের হাতেই দলের দায়িত্বভার তুলে দিতেই তাঁর এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। পদত্যাগ পত্রে বিনয় তামাং দাবি করেছেন, ২০১৯ সাল থেকেই দলের সঙ্গে তাঁর অভ্যন্তরীণ সমীকরণে সমস্যা তৈরি হয়। একই সঙ্গে এই দলের আসল নেতা বিমল গুরুঙ। তাঁকেই এই দলের পরিচালনা করতে দেখতে চান বিনয়, এমনটাও জানাচ্ছে তাঁর ঘনিষ্ঠ সূত্র।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে আমরা তিন আসনে প্রার্থী দিয়েছিলাম। কিন্তু তার মধ্যে দুটো আসনেই হেরে যাই। সেই হারের কথা মাথায় রেখে আজ আমি সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” যদিও রাজনীতি তিনি ছাড়ছেন না বলেই স্পষ্টভাবে জানান বিনয়। তাঁর কথায়, “আমি এখনই রাজনীতি ছাড়ছি না। পরবর্তী রাজনৈতিক সফরটা কেমন হবে সেটা সময়ই বলবে।”
বিনয় তামাং আরও জানান, ২০১৭ সালে কিছুটা বাধ্য হয়েই গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি পদ গ্রহণ করতে হয়েছিল তাঁকে। অনীত থাপা ছাড়াও পদত্যাগপত্র তিনি বিমল গুরুঙ ও রোশন গিরিকেও পাঠিয়েছেন বলে খবর সূত্রের। কিন্তু, তাঁর রাজনীতি থেকে অবসর না নেওয়ার মন্তব্য অন্য জল্পনার জন্ম দিয়েছে।
তবে পাহাড়ের রাজনীতিতে জল্পনা, বিনয় তামাং নতুন রাজনৈতিক দলের সূচনাও করতে পারেন। অন্যদিকে, গোর্খা জনমুক্তি মোর্চার ভবিষ্যৎ কী হবে তা আগামিকালই ঘোষণা করবেন বলে জানান অনীত থাপা।
Be the first to comment