প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের প্রথম তালিকা

Spread the love

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের (WBJEE) প্রথম কাউন্সেলিং-এর পর প্রাথমিক তালিকা ঘোষণা হতে চলেছে বুধবারই। জয়েন্টের অফিশিয়াল ওয়েবসাইট wbjee.nic.in.-এ প্রকাশ করা হবে তালিকা ৷ পরীক্ষার্থীরা জানতে পারবেন কারা কারা কোন কোন কলেজে সুযোগ পেলেন ৷ এদিকে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে ৪ জুলাই থেকেই ৷ তালিকায় নাম থাকলে পড়ুয়াদের ৭ জুলাইয়ের মধ্যে অ্যাডমিশন ফি দিয়ে দিতে হবে ৷ এই সময়ের মধ্যে ভর্তি না হলে কলেজের ফাঁকা সিটের জন্য দ্বিতীয় দফায় কাউন্সেলিং শুরু হবে ৷

কাউন্সেলিং সেন্টারে পড়ুয়াদের উপস্থিত থাকতে হবে ৷ ৪-৭ জুলাইয়ের মধ্যেই দ্বিতীয় তালিকাও ঘোষণা করবে কলেজগুলি ৷

জেনে নিন কীভাবে ডাউনলোড করবেন সিট অ্যালটমেন্ট লিস্ট-

প্রথমে wbjee.nic.in ওয়েবসাইটে যান ৷

তারপর হোমপেজে ‘WBJEE Ist seat allotment result 2019’-লিঙ্কে ক্লিক করুন৷

এরপর স্ক্রিনে ভেসে উঠবে The WBJEE 2019 Seat Allotment Result৷

যদি প্রথম রাউন্ডেই সিট পেয়ে যান তাহলে অ্যাডমিশন প্রক্রিয়ার দিকে এগিয়ে যান৷

পরে WBJEE First Seat Allotment List 2019-এর প্রিন্টআউট নিয়ে রাখুন৷

দ্বিতীয় তালিকা প্রকাশ হবে ৯ জুলাই ৷ অ্যাডমিশন প্রক্রিয়া হবে ১০ ও ১১ জুলাই ৷ তৃতীয় ও শেষ রাউন্ডের তালিকা প্রকাশ হবে ১৩ জুলাই ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*