প্রকাশিত জয়েন্টের ফল, ১৩ অগস্ট থেকে শুরু হবে কাউন্সেলিং

Spread the love

কোভিড কালে হয়েছিল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষার ২০ দিনের মাথায় আজ প্রকাশ হল ফল। প্রথম হয়েছে রহড়া রামকৃষ্ণ মিশন স্কুলের পঞ্চজান্য দে। এদিন রাজ্য সরকার, শিক্ষামন্ত্রী, পরিবহণ মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ফল প্রকাশ করেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পর্ষদের প্রধান। দুপুর সাড়ে ৩টে থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। wbjeeb.nic.in – ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ‘Rank card of WBJEE-2021’- ফাইলটি ডাউনলোড করলেই পরীক্ষার্থীরা জানতে পারবেন নিজের ফল।

দেখে নেওয়া যাক এক নজরে প্রথম দশে কারা আছে—

প্রথম হয়েছে পাঞ্চজন্য দে। রহড়া রামকৃষ্ণ মিশন হাইস্কুলের ছাত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

দ্বিতীয় হয়েছে সৌম্যজিৎ দত্ত। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

তৃতীয় ব্রতীন মণ্ডল। শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

চতুর্থ অঙ্কিত মণ্ডল। এমসি কেজরীবাল বিদ্যাপীঠ, লিলুয়া, হাওড়া। আইএসসি

পঞ্চম গৌরব দাস। নারায়ানা ই টেকনো স্কুল। সিবিএসই।

ষষ্ঠ আযুষ গুপ্তা। দিল্লি পাবলিক স্কুল, মেগা সিটি কলকাতা। সিআইএসসিই।

সপ্তম ঋতম দাসগুপ্ত। আর্মি পাবলিক স্কুল কলকাতা। সিবিএসই।

অষ্টম সপ্তাশ্ব ভট্টাচার্য। বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল, নরেন্দ্রপুর। সিবিএসই।

নবম ঋষি কেজরীবাল।সেন্ট স্টিফেন স্কুল, দমদম। সিআইএসসিই।

দশম সৌহার্দ্য দত্ত। বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

এদিকে কাউন্সেলিং শুরু হবে ১৩ অগস্ট। তা চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। পড়ুয়াদের কাউন্সেলিং নিয়ে হোমওয়ার্ক করতে বলেন জয়েন্ট এন্ট্রান্স পর্ষদের প্রধান। এবছর মোট ৯২ হাজার ৬৯৫ পড়ুয়া রেজিস্টার করতে পারেন। তাঁদের মধ্যে পরীক্ষা দিতে পেরেছেন ৬৫ হাজার। ৬৪ হাজারের বেশি পরীক্ষার্থী ব়্যাঙ্ক পেয়েছেন বা পাশ করেছেন।

এর আগে করোনা আবহে সংক্রমণ ঠেকাতে বহু পরীক্ষাই বাতিল হয়েছিল। এই আবহে জয়েন্ট পরীক্ষা নিয়ে তৈরি হয়েছিল আশঙ্কা। এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নির্ধারিত দিন ছিল ১১ জুলাই। কোভিড পরিস্থিতির জন্য তা পিছিয়ে ১৭ জুলাই করতে হয়। যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই নেওয়া হয় পরীক্ষা। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*