দক্ষিণবঙ্গের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে নিম্নচাপ। কিন্তু বর্ষা বিদায় নিতেই গরমের দাবদাহ শুরু। শরতের আকাশে একদিকে শারদীয়ার আমেজ অন্যদিকে আর্দ্রতা জনিত অস্বস্তি। তাই প্রাক পুজো আবহে রীতিমতো ঘর্মাক্ত বাঙালি।
বৃষ্টি বিদায় নেওয়ায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ- দুই জায়গাতেই গরম বেড়েছে। শরতের আবহে এই চড়া রোদ বেশ বিপাকে ফেলছে সাধারণ মানুষকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব ভারত থেকে এবারের মতো বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে জলীয় বাষ্প কমবে, বদলে ঠান্ডা শুকনো বাতাস ঢুকতে শুরু করবে। যার কারণে পারদও একটু একটু করে নামতে শুরু করবে। মহালয়ার দিন শনিবার দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
Be the first to comment