ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা— এই দুইয়ের প্রভাবে কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন জেলায় গত দু’দিন ধরেই বৃষ্টিপাত চলেছে। শুক্রবারও কলকাতা এবং সংলগ্ন এলাকা সকাল থেকেই মেঘে অন্ধকারাচ্ছন্ন। সঙ্গে চলছে বৃষ্টি।
বৃষ্টির জেরে ইতিমধ্যেই মহানগরীর বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। কলকাতার আকাশ শুক্রবার সারাদিনই মেঘাচ্ছেন্ন থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এ ছাড়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কয়েকটি জেলাতেও।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘলা থাকবে।
কলকাতা এবং তৎসংলগ্ন এলাকা ছাড়াও মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম এবং উত্তর ২৪ পরগনায় আগামী কয়েক ঘণ্টায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Be the first to comment