রোজদিন ডেস্ক :- রবিবারও দক্ষিণবঙ্গের তিন জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জাঁকিয়ে শীতের পরিস্থিতি রাজ্যে। আলিপুর জানাল, সোমবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক বা তার নীচেই থাকবে পারদ।
শীত পড়েছে জাঁকিয়ে কলকাতাতেও। ১২.৫ ডিগ্রিতে নামল কলকাতার তাপমাত্রা। হাওয়া অফিস এর পর্যবেক্ষণে রির্পোট বলছে রবিবার নতুন রেকর্ড করেছে আবহাওয়া। পারাপতনের ওপর লক্ষ্য করে বলা হচ্ছে যে এদিনই মরসুমের সবচেয়ে শীতলতম দিন। আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।
সোমবারের পর ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। তবে ১৮ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক বা তার নিচে থাকবে পারদ বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবেই কমবে ঠান্ডা। এদিনই সাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘন্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকছে মূলত তামিলনাড়ু উপকূলের দিকে। অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে সোম ও মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা থাকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
Be the first to comment