বৈশাখের গরমে রীতিমত পুড়ছে বাংলা। পারদ ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টির কোনও লক্ষণই নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।তাপপ্রবাহের পরিস্থিতিতে নাজেহাল রাজ্যবাসী। রবিবার তাপমাত্রা খানিকটা কম ছিল। কিন্তু সোমবার সকাল থেকেই চড়চড়িয়ে রোদ উঠেছে। আজ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়াতে পারে। সঙ্গে বইবে লু, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
বৈশাখের শুরুতেই প্রবল তাপের শিকার দক্ষিণবঙ্গবাসী। এর প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। জোলো হাওয়া প্রবেশ না করায় রাজ্যে অনবরত বয়ে চলেছে গরম বাতাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪ থেক ৫ দিন তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামী ৫ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি। ভয়ঙ্কর বেশি তাপমাত্রা এবং সর্বোচ্চ ৮৫% আপেক্ষিক আর্দ্রতার জেরে রবিবার ঘেমে নেয়ে নাকাল হয়েছে বাংলার মানুষ। কিন্তু সোমবার আপেক্ষিক আর্দ্রতা কমবে ফের। বেলা বাড়লেই শুরু হবে শুকনো গরম তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের কোনও কোনও জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে, যা স্বাভাবিকের থেকে দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি।আগামী বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না। এই কদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
Be the first to comment