মঙ্গলে সেভাবে বৃষ্টি ভেজেনি কলকাতা কিংবা শহরতলি। উল্টে ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে কি আজ বুধবার ফের তেড়ে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতর বলছে ঘূর্ণাবর্ত ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় বাংলায় ফের বর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে। চলতি সপ্তাহের শেষের দিকেই ফের ভাসবে বাংলা। যদিও উত্তরের আপাতত তিন চার দিন ভারী বর্ষণের কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি চলবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বর্ষণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে বৃহস্পতিবার থেকে বদলাতে পারে ছবি।উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত বৃহস্পতি ও শুক্রবারে। পরবর্তী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে মত আবহাওয়াবিদদের। শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহান্তে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা । উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
Be the first to comment