শেষ মুহূর্তে একের পর এক নিম্নচাপের বাউন্সারে বর্ষার স্কোর লাইন চিন্তায় ফেলেছিল বাঙালিকে। মহালয়ার আর সাত দিন বাকি। তাহলে কি দেবীপক্ষের সূচনাতেও থাকবে দুর্যোগ, এই প্রশ্ন উঁকি দিয়েছিল পুজো উদ্যোক্তা থেকে পটুয়াপাড়া সর্বত্র। কিন্তু শনিবার সকালে রাজ্যজুড়ে রোদ ঝলমলে আবহাওয়া কি বুঝিয়ে দিল পাকাপাকিভাবে বর্ষা বিদায় দিয়েছে? আকাশে বাতাসে এখন শুধুই পুজো পুজো গন্ধ। বাংলা হাসছে, কারণ বৃষ্টির অসুরকে অচিরেই বধ করেছে সূর্যদেব!
আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী তিন চার দিনের খুব একটা ভারী বৃষ্টির লক্ষণ নেই। নিম্নচাপ বাংলাদেশের দিকে সরতেই আরও গতি এল বর্ষার বিদায়ে। আগামী দিন দুয়েকের মধ্যে প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার বেশ কিছু জায়গা থেকে বিদায় নিতে পারে মৌসুমী বায়ু।আবহাওয়া দফতরের নজর এখন সাগরের দিকে। সাধারণভাবে ১২ অক্টোবর কলকাতা থেকে বিদায় নেয় বাংলা। হাওয়া অফিস জানিয়েছে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শনিবার থেকেই পরিস্থিতির বদল হচ্ছে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারে বৃষ্টি হবে। বৃষ্টি কমবে উত্তরেও। আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি বিদায় নেবে বর্ষা।
Be the first to comment