মার্চের শেষ সপ্তাহেও খারাপ আবহাওয়া পিছু ছাড়ছে না বাংলার। রবিবার থেকেই প্রকৃতির রূপ বদলের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শনিবার বিকেল পর্যন্ত শহরের তাপমাত্রা বাড়লেও জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামিকাল থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা যা বুধবার পর্যন্ত চলবে বলেই আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।
চৈত্র মাসে কালবৈশাখীর ট্রেলারের দেখা আগেই মিলেছে। যার জেরে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছিল। কিন্তু সপ্তাহের শুরু থেকে ফের চড়েছে পারদ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে। পূর্বাভাস অনুযায়ী রাতের তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি থেকে এক ধাক্কায় বেড়ে হয়েছে ২৬ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি থেকে বেড়ে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। আজ তা আরও বেড়ে ৩৪ ডিগ্রির কাছাকাছি হতে পারে।
তবে দুর্যোগ শুধু বাংলায় নয়, পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎসহ ও বৃষ্টি চলবে বলে জানা গেছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের একাংশে।
Be the first to comment