কনকনে ঠাণ্ডার সঙ্গে শুরু বৃষ্টি, কতদিন চলবে দূর্যোগ?

Spread the love

হাওয়া অফিসের পূর্বাভাসই সত্যি হল! সকাল থেকেই বাংলার আকাশের মুখ ভার। কলকাতার পাশাপাশি একাধিক জেলায় সকাল থেকেই চলছে ঝিরিঝিরি বৃষ্টি। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। একইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। হালকা যে বৃষ্টি চলছে তা এখনই থামবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাতেও।

এদিন রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদনীপুর এবং ঝাড়গ্রাম-সহ রাজ্যের একাধিক প্রান্তে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি কলকাতা পার্শ্ববর্তী হাওড়া, পূর্ব বর্ধমান, হুগলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। দার্জিলিং ও কালিম্পংয়েও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে থাকছে তুষারপাতের সম্ভাবনা। দক্ষিণের মেঘলা আকাশ সরে গিয়ে দ্রুত রোদ উঠলেও উত্তরবঙ্গের ঝিরঝিরি বৃষ্টি এখনই কমবে না বলে জানাচ্ছে মৌসম ভবন। আগামী ২০, ২১ ও ২২ তারিখ দার্জিলিংয়ে রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। হতে পারে তুষারপাতও। কলকাতা ও আশাপাশের এলাকাগুলিতে আগামী দু-একদিনের মধ্যে বৃষ্টি ধরে এলেও ২৪ তারিখ কিন্তু দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে চলবে কুয়াশার দাপট। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ঘোরাফেরা করছে ৭১ থেকে ৯১ শতাংশের মধ্যে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*