গত কয়েক দিনের তুলনায় বেশ খানিকটা বাড়লো কলকাতার তাপমাত্রা। আজ, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামী কয়েক দিনে আরও বেশ খানিকটা বাড়বে তাপমাত্রা। তবে গরম বাড়লেও এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্ষা আগাম আসার সম্ভাবনা থাকলেও সেই আশায় জল ঢেলেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। উত্তর অভিমুখে গতিপথ থাকলেও আপাতত গতি হারিয়ে বিভ্রান্ত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তাই কিছুটা থমকে গিয়েছে বর্ষা। এর ফলে আগামী তিন-চার দিনের আরও বেশ খানিকটা বাড়বে তাপমাত্রা।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৩৪ থেকে ৮৯ শতাংশের মধ্যে থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, শহরে আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
এদিন কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী হতে পারে। উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Be the first to comment