ভ্যাপসা গরম থেকে আপাতত নিস্তার নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে এখনই কোনও আশার খবর শোনাতে পারছে না হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম ও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
তবে দক্ষিণবঙ্গের ৫ জেলায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় অস্বস্তি বজায় থাকবে। বর্ষা প্রবেশ করলে পরিস্থিতি অনেকটাই বদলাতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের হালকা- মাঝারি বৃষ্টি হবে। ২৪ ঘণ্টা পর থেকে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গে গরম ও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় অস্বস্তি বজায় থাকবে গরম থাকবে। বর্ষা আপাতত থমকে রয়েছে। কোনও অগ্রগতি হয়নি। আগামী ৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের সম্ভাবনা নেই।
Be the first to comment