কমিশনার বদলির পর এবার নতুন তিনটি পুলিশ জেলা ৷ কৃষ্ণনগর, বনগাঁ ও রানাঘাট-এই নতুন তিনটি পৃথক পুলিশ জেলা তৈরি করা হয়েছে। বনগাঁর পুলিশ সুপার হলেন তরুণ হালদার। কৃষ্ণনগরের এসপি জাফর আজমল কিদওয়াই। রানাঘাটের পুলিশ সুপার হলেন অনন্তনাগ। এর আগে তিনদিনে তিনবার কমিশনার পরিবর্তন হয়েছে বিধাননগরে ৷ বিধাননগরের নয়া পুলিশ কমিশনার হলেন ভরতলাল মিনা।
এছাড়াও বেশ কিছু প্রশাসনিক রদবদল করা হয়েছে। হাওড়ার পুলিশ কমিশনার হচ্ছেন তন্ময় রায়চৌধুরী। আইজি প্রেসিডেন্সি রেঞ্জ হচ্ছেন বিশাল গর্গ। শিলিগুড়ির পুলিশ কমিশনার হচ্ছেন গৌরব শর্মা। মালদহের নতুন পুলিশ সুপার হচ্ছেন অলোক রাজোরিয়া। ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ হচ্ছেন কল্যাণ মুখোপাধ্যায়। আইজিপি কোস্টাল সিক্যুরিটি হচ্ছেন রাজেশ কুমার। কলকাতা ট্র্যাফিক পুলিশের যুগ্ম কমিশনার হলেন মুরলি ধর। এসএস সিআইডি হচ্ছেন অর্ণব ঘোষ। এসএস আইবি হচ্ছেন অমিত জাভালগি। হাওড়ায় আইনজীবীদের উপর লাঠিচার্জে অভিযুক্ত তিন আইপিএস ভাবনা গুপ্তা, সুখেন্দু হীরা এবং ভি আর এস অনন্তনাগ-কে বদলি করা হল।
Be the first to comment