রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দফতরের। এদিন কলকাতার আকাশ থাকবে মেঘলা। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ। কলকাতায় গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬ মিলিমিটার।
দক্ষিণবঙ্গ আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অপিস। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সমভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝাড়খন্ড, বিহার সংলগ্ন জেলা এবং উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারে।
পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে পর্যন্ত যা বিহার এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এই রেখা নীচের দিকে নামলেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় আছে। ভিন রাজ্যেও আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লি-সহ পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস জানিয়েছে, দেশজুড়ে মৌসুমি বায়ুর প্রভাব বাড়বে। মৌসুমি অক্ষরেখার অবস্থান পোরবন্দর বরোদা শিবপুরি হয়ে রেওয়া ও চুর্ক পর্যন্ত বিস্তৃত। সমস্ত দক্ষিণবঙ্গ এবং বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড-সহ সমস্ত এলাকায় মৌসুমি অক্ষরেখা উত্তরপ্রদেশের পর্যন্ত বিস্তার লাভ করেছে। বুধবার থেকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। আপাতত বৃষ্টি কমলেও ফের অতি বৃষ্টির সম্ভাবনাও থাকছে উত্তরবঙ্গে।
Be the first to comment