রোজদিন ডেস্ক, কলকাতা :- রাজ্য জুড়ে কনকনে ঠাণ্ডার পর শনিবার থেকে বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ২-৩ ডিগ্রি এবং উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে দার্জিলিং, কালিম্পং সহ একাধিক জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে।কলকাতা শহর তো বটেই শহরতলীতেও নেমেছে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় তাপমাত্রা কোথাও ১০ তো কোথাওবা তারও নীচে দেখা যাচ্ছে।শুক্রবার সকাল পর্যন্ত সকাল থেকেই কনকনে ঠাণ্ডা অনভূত হয়েছে। কিন্তু, আজ শনিবার থেকে বদল হবে সেই তাপমাত্রা।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, শীতের পথে বাঁধা হয়ে দাঁড়াল পশ্চিমী ঝঞ্ঝা। ফের উত্তুরে হাওয়া প্রবেশে বাঁধা শনিবার বিকেল থেকে বাড়বে পশ্চিমী ঝঞ্ঝা দাপট।
রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। সঙ্গে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও।
আজ তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ১৫ থেকে সর্বচ্চো ২৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শুক্রবারের থেকে কিছুটা বেশি।
এদিকে হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, কোচবিহারে কুয়াশার প্রবাব বাড়বে। আরও ঘন কুয়াশা দেখা দেবে।
Be the first to comment