দীপাবলির মেজাজে হোয়াইট হাউস। উদযাপনে পিছোলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ভারতের সঙ্গে অটুট বন্ধুত্বের কথা জানিয়ে দীপাবলির প্রদীপ জ্বালালেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসের ঐতিহাসিক রুজভেল্ট রুম ছিল আলোকিত। ভারতীয় সংস্কৃতিকে অক্ষুন্ন রেখে সেজে উঠেছিল রাজকীয় ঘরটি। সেখানে দাঁড়িয়েই ভারতের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প বললেন- “বাণিজ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভারতই শ্রেষ্ঠ।”
ভারতের সঙ্গে বাণিজ্য নীতির বিস্তারকে মুখ্য রেখেই মোদীর প্রশংসা চালিয়ে গেলেন ট্রাম্প। বললেন- “ভারত ব্যবসা করতে জানে, বানিজ্যে কীভাবে মধ্যস্থতা করতে হয়ে সেই জ্ঞানও প্রখর।তাই ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করবে আমেরিকা।” রুজভেল্ট রুমে তখন করতালির জোয়ার। উপস্থিত ছিলেন ১৫-২০ জন ভারতীয়- মার্কিনি আধিকারিকরা। আমন্ত্রিত ছিলেন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত নভতেজ সিং সর্ণা ও তাঁর স্ত্রী অভীনা সর্ণা।
কয়েকদিন আগেই ভারতকে ইরান থেকে তেল কেনার ছাড়পত্র দেয় আমেরিকা। কতটা পরিমান তেল কেনা হবে তা সীমাবদ্ধ করে দিলেও, আমেরিকার সিদ্ধান্তে হাঁপ ছেড়ে বাঁচে ভারত।নতুন করে আমেরিকার সঙ্গে সমস্যায় যেতে রাজি নয় মোদী প্রশাসনও। তাই ট্রাম্পের ভারত নিয়ে এই উচ্ছাস, দুই দেশের বাণিজ্য নীতিকে আরও পুষ্টিকর করবে বলেই মনে করা হচ্ছে
মঙ্গলবার আমেরিকা জুড়ে পালিত হয়েছে দীপাবলি।সেই উপলক্ষে ভারতীয় কর্মীদের জন্য ছুটিও ঘোষণা করে ট্রাম্প সরকার। হোয়াইট হাউসের বাইরে দীপাবলি উদযাপনে মেতে ওঠেন হাজার হাজার ভারতীয়, আমেরিকান।
এদিন ভারতীয় রীতি-নীতি মেনেই হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন হয়। ২০০৩ সালে যা প্রথম শুরু করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশ। যদিও নিজে কোনওদিন দীপাবলির অনুষ্ঠানে যোগ দেননি। আধিকারিকদের দিয়ে প্রদীপ জ্বালিয়ে নিয়ম রক্ষা করেছেন মাত্র।ক্ষমতায় এসে সেই নিয়ম ভাঙলেন পরবর্তী প্রেসিডেন্ট বারাক ওবামা। যিনি উৎসাহের সঙ্গে সপরিবারে দীপাবলি উদযাপন করতেন। প্রদীপ জ্বালিয়ে, ভারতীয় খানাপিনায় আলোর উৎসবে মেতে উঠতেন।
ওবামার পথ ধরে গত ২ বছর ধরে ট্রাম্পও সেই নিয়ম বজায় রেখে চলেছেন। উচ্ছাসে কমতি থাকলেও দীপাবলি উদযাপনে খামতি রাখেননি প্রেসিডেন্ট।মঙ্গলবার রুজভেল্ট রুম ছিলে পুরোপুরি দেশীয় সাজে । যা ভারত-আমেরিকার বানিজ্যিক বন্ধুত্বকে নতুনভাবে মজবুত করবে বলেই মনে করা হচ্ছে।
Be the first to comment