চিনা ভাইরাস HMPV নিয়ে WHO এর বড়ো আপডেট

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- ৫ বছর পর চীনে আরেকটি নতুন ভাইরাস, হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV-এর বিস্তারে মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে। এই ভাইরাস নিয়ে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এ বিষয়ে কী বলছে, তা জানার আগ্রহ ছিল। অবশেষে, তার উত্তর পাওয়া গেছে। WHO HMPV সম্পর্কে কী বলেছে?

বুধবার জেনেভায় WHO-এর সদর দপ্তরে আয়োজিত প্রেস কনফারেন্সে মুখপাত্র ডঃ মার্গারেট হ্যারিস বলেছেন, “সম্প্রতি চীনে বিভিন্ন মৌসুমি ফ্লু, আরএসভি, সার্স-কোভি-২ (করোনাভাইরাস), HMPV এবং রাইনোভাইরাস সংক্রমণ বেড়েছে। তবে HMPV নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আবহাওয়া পরিবর্তনের সময় এ ধরনের সংক্রমণ খুব স্বাভাবিক, এবং এটি প্রতি বছরই ঘটে।”

WHO-এর মুখপাত্র জানিয়েছেন যে চীনে ফুসফুস সম্পর্কিত সংক্রমণ বেড়েছে, কিন্তু এটি এখনও সাধারণ সীমার মধ্যে রয়েছে। চীন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছরও সংক্রমণ ছড়িয়েছিল। তার তুলনায় এই বছর কম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চীনা প্রশাসনকে কোনো জরুরি পদক্ষেপ বা ঘোষণা নিতে হয়নি।

HMPV নিয়ে আশ্বস্ত করে WHO-এর মুখপাত্র জানিয়েছেন যে এই ভাইরাস নতুন নয়। এটি ২০০১ সালে প্রথম শনাক্ত করা হয়েছিল এবং এটি দীর্ঘদিন ধরে মানব সমাজে বিদ্যমান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*