‘সরকারি প্রকল্প রূপায়নে দেরি কেন?’ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমক আধিকারিকদের

Spread the love

রোজদিন ডেস্ক ,কলকাতা:- সরকারি প্রকল্প রূপায়নে দেরি কেন? বুধবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি বেশকিছু পানীয় জল প্রকল্প দেরির কারণও জানতে চাইলেন মুখ্যমন্ত্রী।

এদিন প্রশাসনিক সভা থেকে জেলা প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটা কাজের নজরদারি হচ্ছে। ভাববেন না, কলকাতা থেকে আলিপুরদুয়ারের দূরত্ব খুব বেশি। এক সেকেন্ডে যোগাযোগ করা যায়। সমন্বয় পোর্টালের মাধ্যমে আমরা প্রত্যেকটা কাজের নজরদারি করি।’ এদিন ডেডলাইন মেনে প্রশাসনকে কাজ করার কথা বললেন মুখ্যমন্ত্রী। দায়সারা কাজ চলবে না বলেও এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
উন্নয়নের তালিকা হাতে নিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ৪৪১টি প্রকল্পের মধ্যে ১০৮টি প্রকল্পের কাজ সময়ে শেষ হয়নি। আধিকারিকদের থেকে সময়ে কাজ শেষ না হওয়ার কারণ জানতে চান মমতা। তিনি বলেন, ‘৪৭ লক্ষ বাড়ি ইতিমধ্যে রাজ্য সরকারের টাকায় করা হয়েছে’। সরকারি প্রকল্পের সুবিধা পেতে কেউ চাকা চাইলে তা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। টাকা চাইলে এফআইআর হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে ডিএম, এসপিদের ফিল্ড ভিজিটের নির্দেশ দিয়েছেন মমতা। বিডিওদেরও ব্লকে ব্লকে ঘোরার কথা বলেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*