দ্রব্যমূল্যের বৃদ্ধির সাথে সাথে সোনার দাম আকাশ ছোঁয়া, জেনে নিন কলকাতায় সোনার দাম কত!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- মাঘ মাস তার ওপর বিয়ের মরসুম। শীতকালের এই তিনটে মাসের জন্য অপেক্ষায় থাকে সারাবছর মানুষ। বিয়ে মানেই যেখানে জাঁকজমকতা আর তার সাথে সোনার গয়নার সম্ভার তো আসবেই। ছোট থেকে মধ্যবিত্ত সকলেই সারা জীবনের পুঁজি লাগিয়ে বিয়ের জন্য সোনার গয়না কিনে থাকেন। সঞ্চয় হোক বা অলংকার, সোনা হলো বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ একটি মূল্যবান জিনিস। তবে বিয়ে হোক বা এমনি এখন সোনার যা দাম উঠেছে তাতে কেনার ইচ্ছা থাক বা না থাক সকলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শেয়ার বাজারের ওঠানামার সাথে সাথে সোনার দামও প্রতিনিয়ত ওঠানামা করতে থাকে। একরকম বলা যায়, যোগান এবং চাহিদার উপর ভিত্তি করে পরিবর্তিত হতে থাকে প্রতিনিয়ত। আজ ২৬ শে জানুয়ারি ২০২৫ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ৭৭০৫ টাকা। গত দিনের চেয়ে ০.০৬ শতাংশ পরিবর্তিত হয়েছে।

আজ হলমার্ক ২২ ক্যারেট সোনার গহনার গ্রামের দাম ৭৭০৫ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রামের দাম হবে ৭৭০৫০ টাকা। অন্যদিকে খুচরো পাকা সোনা ২৪ ক্যারেট সোনার গহনার গ্রামের দাম ৮১০৫ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম হবে ৮১০৫০ টাকা। পাকা সোনার বাট ২৪ ক্যারেট গ্রাম এর দাম ৮০৬৫ টাকা। যেখানে ১০ গ্রাম ৮০৬৫০ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*