একদিনের মধ্যে পালটা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করল নয়াদিল্লি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে উত্তেজনা অব্যাহত। রবিবারই এই নিয়ে আলোচনার জন্য ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ। প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক চলেছিল। তার ঠিক পরদিনই এবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করল ভারত। সোমবার দুপুরে তাঁকে দিল্লির সাউথ ব্লকে ভারতের বিদেশমন্ত্রকের দপ্তর থেকে বের হতে দেখা গিয়েছে।

বর্তমান পরিস্থিতিতে এই তলবের যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে ৫ জায়গায় কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে বাধা দিয়েছে বিজিবি। গতকালই সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরি জানান, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে সীমান্তের ১৫০ গজ এলাকার মধ্যে ভারতকে কোনও নির্মাণকাজ করতে দেওয়া হবে না। এমনকি ভারত ও বাংলাদেশের মধ্যে পূর্বতন যে সমস্ত ‘অসম সীমান্ত চুক্তি’ হয়েছে তা বাতিলের দাবিও তোলেন তিনি।
ভারত ও বাংলাদেশের মধ্যে বিএসএফের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে ২২১৭ দীর্ঘ সীমান্তের অনেক জায়গায় এখনও কাঁটাতার নেই। এর মধ্যে দক্ষিণবঙ্গে ৫৩৮ কিলোমিটার এলাকা এবং উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে ৩৭৫ কিলোমিটার এলাকা কাঁটাতার বিহীন। এছাড়াও কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তের একটা অংশ পাহারা দেয় বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ার। তাঁদের অধীনে ১৭৭ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার ৫০ কিলোমিটার কাঁটাতারহীন। সব মিলিয়ে বাংলায় অরক্ষিত সীমান্ত ৯৬৩ কিলোমিটার। এর কিছু অংশে সম্প্রতি ভারত কাঁটাতার বসানোর কাজ শুরু করলে বাধা দেয় বিজিবি। এর মধ্যে রয়েছে মালদার বৈষ্ণবনগর, বালুরঘাটের শিবনগর, কোচবিহারের মেখলিগঞ্জ এলাকা। আপাতত সবজায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রয়েছে।
এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয়কে ডেকে পাঠায় ইউনূসের সরকার। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মুহাম্মদ জসীমউদ্দিনের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠক শেষে প্রণয় জানান, সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় রয়েছে। অপরাধ দমনের ক্ষেত্রে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে। তবে এবার একদিনের মধ্যে পালটা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করল ভারত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*