দিল্লিতে অফিসের মধ্যে তরুণীকে পেটানোর ঘটনায় এ বার সাসপেন্ড হলেন মূল অভিযুক্ত রোহিত তোমরের বাবা। তিনি দিল্লি পুলিশেই কর্মরত। সাসপেন্ড হওয়া ওই পুলিশ কর্মীর নাম অশোক কুমার তোমর।
এই ঘটনায় গত শুক্রবার গ্রেফতার হয়েছিলেন রোহিত। পুলিশের জালে পাকড়াও হয়েছিল আরও দু’জন। ধৃতদের নাম আলি হাসান(২৪) এবং রাজেশ(৩০)। পুলিশ জানিয়েছে, হাসান ওই কলসেন্টারের মালিক। যেখানে ওই ঘটনা ঘটেছিল। আর রাজেশ ওই অফিসেরই পিওন। সোমবার রোহিতের বাবাকেও সাসপেন্ড করেছে দিল্লি পুলিশ। নির্যাতিতার পরিবারকে ক্রমাগত ভয় দেখানোর অভিযোগ উঠেছে অশোক তোমরের বিরুদ্ধে।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায় এক তরুণীকে নির্মম ভাবে মারছে এক যুবক। প্রাথমিক ভাবে পরিচয় পাওয়া যায়নি ওই যুবকের। পরে তারই বাগদত্তা পুলিশকে জানায় যুবকের আসল পরিচয়। তিনি বলেন, ভিডিওতে দেখতে পাওয়া যুবকের সঙ্গেই তাঁর বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু এই ঘটনা দেখার পর বিয়ে ভেঙে দিয়েছেন তিনি। ওই তরুণী আরও জানিয়েছিলেন, ভিডিওতে দেখতে পাওয়া যুবকের নাম রোহিত তোমর। রোহিত দিল্লি পুলিশের এক সাব ইনস্পেকটরের ছেলে।
Be the first to comment