নিজের বাড়ি থেকে উদ্ধার মহিলার গলা কাটা দেহ। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার। দক্ষিণ-পূর্ব দিল্লির সরিতা বিহার থেকে উদ্ধার করা হয়েছে ৭৩ বছরের এক বৃদ্ধার গলা কাটা দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সরিতা পাণ্ডে।
পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, স্বামীর সঙ্গেই থাকতেন ওই বৃদ্ধা। কাছেই থাকতেন তাঁর ছেলে, মেয়ে এবং নাতি। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার(দক্ষিণ-পূর্ব) চিন্ময় বিসওয়াল জানিয়েছেন, ঘটনার দিন বাইরে গিয়েছিলেন মহিলার স্বামী। সন্ধে সাড়ে ছ’টা নাগাদ বাড়ি ফেরেন তিনি। তারপরেই দেখেন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। গলায় রয়েছে গভীর ক্ষতের দাগ। এ ভাবে নিজের বাড়িতেই বৃদ্ধা খুন হওয়ায় রাজধানী শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে কিছুই খোয়া যায়নি। এমনকী জোর করে কেউ বাড়িতে ঢুকেছে, সেটারও কোনও প্রমাণ নেই। সরিতা বিহার থানায় একটি খুনের মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু করেছে তারা। তবে ঠিক কারণে খুন হয়েছেন ওই বৃদ্ধা তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। ময়নাতদন্তে পাঠানো হয়েছে বৃদ্ধার দেহ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখছে পুলিশ। তবে কে বা কারা সরিতাদেবীকে খুন করেছে তা নিয়ে ধন্দে রয়েছে দিল্লি পুলিশ।
Be the first to comment