লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল। মঙ্গলবার আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিল পেশ করেন। দীর্ঘ আলোচনার পর নতুন সংসদ ভবনে এই বিল পেশ হয়। ওয়াকিবহাল মহলের অনুমান, লোকসভা নির্বাচনের আগে মহিলা ভোটারদের মন জয় করতেই এই বিল পাশের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এদিকে বুধবার পর্যন্ত মুলতুবি লোকসভার অধিবেশন।
নারী সংরক্ষণ বিল পেশের আগেই তরজা শুরু হল লোকসভায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এর আগে চেষ্টা হলেও সংসদে এই বিল পাশ করানো যায়নি। তাই নতুন করে এই বিল আনা হবে লোকসভায়। তবে মোদির এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। তাঁর দাবি, রাজীব গান্ধীর আমলেই মহিলাদের জন্য এমন বিল আনার পরিকল্পনা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী মোদি এখন এই বিল সম্পর্কে ভুল তথ্য দিয়ে সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
মঙ্গলবার নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশন চলছে।
সেখানে মোদি বলেন, মহিলা সংরক্ষণ বিলের নাম দেওয়া হবে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। প্রধানমন্ত্রী বলেন, “অটলবিহারী বাজপেয়ীর আমলে বেশ কয়েকবার এই বিল পেশ করা হয়। কিন্তু যথেষ্ট সমর্থনের অভাবে পাশ করানো যায়নি এই বিল। তবে আমি মনে করি ভগবান আমাকেই বেছে নিয়েছেন এই বিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ”
Be the first to comment