চড়চড়িয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম, প্রতিবাদে কলকাতার রাজপথে মহিলা তৃণমূল

Spread the love

ক্রমাগত বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠেছে আমজনতার। তারই প্রতিবাদে কলকাতার রাস্তায় নামল মহিলা তৃণমূল। সুর চড়াল কেন্দ্রের বিরুদ্ধে। 

মঙ্গলবার দুপুরে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে হাজরা মোড়ে জড়ো হন তৃণমূলের মহিলা সদস্যরা। সেখানে মালা রায়, কাজরী বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীদের পাশাপাশি ছিলেন বহু আদিবাসী মহিলা। সকলের উপস্থিতিতে মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাজরা মোড়ে ফাঁসি দেওয়া হয় ঝিঙে, লাউ, কুমড়োর মতো সবজি। তৃণমূল নেতৃত্বের কথায়, লাগামছাড়াভাবে কেন্দ্র দাম বাড়াচ্ছে জ্বালানির। ফলে রান্না করাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে আমজনতার কাছে। সেই কারণেই এই প্রতিবাদ।

প্রসঙ্গত, মঙ্গলবার জলপাইগুড়ি থেকেও জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। “আজ থেকে আট বছর আগেও পরিস্থিতি এরকম ছিল না। পেট্রল ১০৬ টাকা, কেরোসিন যা ১৬ টাকা প্রতি লিটার ছিল, তা বেড়ে হয়েছে ১০২ টাকা। মানুষ পেট্রল ভরতে পারছে না। গোটা ভারতবর্ষের মানুষ একই পরিস্থিতিতে। এভাবে চলতে থাকলে মানুষ খেতে পাবেন না। শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো অবস্থা হবে। মানুষ বিজেপির বিরুদ্ধে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো পদক্ষেপ করবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*