জল্পনাই সত্যি হল শেষমেশ ৷ বোর্ড নিযুক্ত তদন্ত কমিটির রিপোর্টে ঋদ্ধিমান সাহাকে হুমকি দিয়ে দোষী সাব্যস্ত সাংবাদিক বোরিয়া মজুমদারকে দু’বছর নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ এ ব্যাপারে বুধবার এক নির্দেশিকা জারি করেছে তারা ৷ সাংবাদিক পদের অপব্যবহার, হুমকি এবং বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারকে ভয় দেখানোর মত একাধিক ইস্যুতে বঙ্গ সাংবাদিককে দোষী সাব্যস্ত করে বিসিসিআই নিযুক্ত তদন্ত কমিটি ৷
বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিং’য়ের কমিটি যে তদন্ত রিপোর্ট বোর্ডের অ্যাপেক্স কমিটিকে জমা দিয়েছিল, তাতে ঋদ্ধির পাশে থাকারই বার্তা ছিল ৷ আর অ্যাপেক্স কাউন্সিলের কথা মত বোরিয়াকে যে বোর্ড দু’বছর নিষিদ্ধ করতে চলেছে, তাও একপ্রকার নিশ্চিতই ছিল ৷ বুধবার সরকারি সিলমোহর পড়ল তাতে ৷
বোর্ডের নির্দেশিকা অনুযায়ী আগামী দু’বছর সংবাদ কর্মী হিসেবে ভারতের কোনওরকম ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের অ্যাক্রিডিটেশন বা স্বীকৃতি পাবেন না বোরিয়া ৷ বিসিসিআই সূত্রে খবর, এ ব্যাপারে দেশের বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে ৷
Be the first to comment