প্রয়াত ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য যশপাল শর্মা

Spread the love

প্রয়াত হলেন প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা। ভারতীয় ক্রিকেটের ‘ক্রাইসিস ম্যান’ যশপাল শর্মা ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। মঙ্গলবার সকালে কার্ডিয়াক অ্যারেস্টে তিনি মারা যান। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৬। যশপাল শর্মার মৃত্যুর খবর পেয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবও নিজের চোখের জল ধরে রাখতে পারেননি।

১৯৮৩ বিশ্বকাপে ভারতের ‘ক্রাইসিস ম্যান’ হিসেবে পরিচিত ছিলেন যশপাল। সেই টুর্নামেন্টের সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৬০ রানের ইনিংস খেলেন যশপাল, যার জেরে ভারত ফাইনালে ওঠে আর তারপর বিশ্বজয়ী হয়। সেই বিশ্বকাপে যশপাল শর্মা ৩৪.২৮ গড়ে ২৪০ রান করেছিলেন।

এই দুঃসংবাদে ভেঙে পড়েছে ভারতীয় ক্রিকেট মহল। প্রয়াত ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য যশপাল শর্মা। মঙ্গলবার সকালে কার্ডিয়াক অ্যারেস্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যশপাল। পঞ্জাবের ৬৬ বছরের এই প্রাক্তন ক্রিকেটার ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করেছিলেন। ৩৭টি টেস্টে দুটি শতরান সহ ১৬০৬ রান করেন। সেই সময়ের ভারতীয় মিডল অর্ডারে ভরসাযোগ্য খেলোয়াড় ছিলেন যশপাল। একদিনের ক্রিকেটে ৪২টি ম্যাচ খেলেছিলেন যশপাল শর্মা, তিনি ২৮.৪৮ রানের গড়ে করেছিলেন ৮৮৩ রান। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন দেশের নতুন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

যশপাল শর্মা দিলীপ কুমারের বড় ভক্ত ছিলেন। যশপাল শর্মা এক সময় বলেছিলেন তাঁর কেরিয়ার তৈরি করতে দিলীপ কুমার বড় ভূমিকা পালন করেছিলেন। দিলীপ কুমার পঞ্জাবে রঞ্জি ম্যাচ দেখার সময় যশপাল শর্মাকে দেখেছিলেন এবং পরে তিনি বিসিসিআই-এর কর্তাদের সঙ্গে কথা বলেছিলেন। এরপরেই নাকি জাতীয় দলের দরজা খুলেছিল যশপাল শর্মার। শেষ সময় পর্যন্ত এই কথা ভোলেননি যশপাল শর্মা। তাঁর মৃত্যুর খবরে শোকাহত বিশ্ব ক্রিকেট মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*