রাষ্ট্রপতি প্রার্থী পদে মনোনয়ন জমা দিলেন যশবন্ত সিনহা

Spread the love

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসাবে সংসদ ভবনে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। সোমবার তার সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান  শরদ পাওয়ার, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে এবং জয়রাম রমেশ সহ নেতারা। উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরীও।

আগামী ১৮ জুলাই, ২০২২, রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা  আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যৌথ বিরোধী দল থেকে সর্বসম্মত প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন। সিনহাকে সমর্থনকারী দলগুলোর মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস,  সিপিআই , শিবসেনা, এনসিপি, এসপি, আরজেডি সহ আরও অনেকে।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে সাংসদ ও বিধায়কদের সঙ্গে দেখা করবেন যশবন্ত। সমর্থনের জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দফতরে ফোন করেছিলেন বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী। আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ২১ তারিখ ফল ঘোষণা করা হবে। ২১ জুন রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ বিরোধী প্রার্থী হিসাবে সিনহার নাম ঘোষণা করা হয়েছিল।

অন্যদিকে, এনডিএ শিবিরে রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দ্রৌপদী মুর্মু। গত শুক্রবার তিনিও মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন জমার দিন তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ তাবড় তাবড় নেতারা। তারাও যে কম যান না, তা বোঝাতেই বিরোধীপক্ষও সোমাবার একজোট হয়ে মনোনয়ন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*