রোজদিন ডেস্ক :- বড়দিনের আগেই বাংলাজুড়ে বইছে শৈত্যের ঠান্ডা হাওয়া । হু হু করে নামছে পারদ। ঠান্ডা কাকে বলে এবার সেটাই যেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাংলার মানুষ। ইতিমধ্যেই রাজ্যের বহু জেলায় শৈত্যপ্রবাহ চলছে। কলকাতার তাপমাত্রা ১৫ র নিচে নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের থেকে পাওয়া খবর অনুযায়ী, আজ শনিবার শহর কলকাতার পারদ ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে।
আজ শৈত্যপ্রবাহের জন্য ৭ জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এছাড়া ঘন কুয়াশা দাপট থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায়।
হাওয়া অফিস জানাচ্ছে আগামী দু’দিনে বাংলা তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি অবধি কমতে পারে। তবে একদিকে হাড় কাঁপানো ঠান্ডা, অন্যদিকে ভয়ংকর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) আগামী এক সপ্তাহ জুড়ে দেশজুড়ে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা, তুষারপাত এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।
পশ্চিমি ঝঞ্ঝা (ওয়েস্টার্ন ডিসটার্বেন্স) সক্রিয় থাকায় তুষার গলছে এবং উত্তর ও মধ্য ভারত শুকনো ঠান্ডার কবলে পড়েছে।
পাকিস্তানে পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হওয়ার ফলে জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে তুষারপাত হচ্ছে। মান্নার উপসাগর এবং তার আশপাশের এলাকায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৪ ডিসেম্বরের আশেপাশে দক্ষিণ আন্দামান সাগরে উচ্চস্তরের বাতাসের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ১৫ ডিসেম্বরের আশেপাশে এটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে তামিলনাড়ুর উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এর ফলে দক্ষিণ ভারতের অনেক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে
Be the first to comment