জরুরি অবতরণ করা হল যোগী আদিত্যনাথের চপারের ৷ রবিবার সকালে চপারে চেপে লখনউ ফিরছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কিন্তু পাখির ধাক্কা লাগায় তাঁর চপারের জরুরি অবতরণ করেন পাইলট ৷ শেষ পর্যন্ত বারাণসীতে নামানো হয় যোগীর চপারটিকে ৷ পরে তাঁর জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয় ৷
প্রশাসনিক কাজে জেলা সফরে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ ৷ বিভিন্ন জেলার একাধিক উন্নয়নমূলক প্রকল্প কাজ খতিয়ে দেখেন তিনি৷ পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন পুলিসের উচ্চ আধিকারিকদের সঙ্গে৷ শনিবার রাতটি বারাণসীতে কাটান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ রবিবার তাঁর লখনউ ফেরার কথা ছিল৷ সেই মতো এ দিন সকালে বারাণসীর রিজার্ভ পুলিস লাইনের মাঠ থেকে চপারে চাপেন যোগী ৷
কিন্তু চপারে ওঠার কিছুক্ষণ বাদেই বিপত্তি৷ টেক অফের সময় একটি পাখি ধাক্কা মারে চপারে ৷ সঙ্গে সঙ্গে চপারটি নিয়ে আবার বারাণসী ফিরে যান পাইলট ৷ মুখ্যমন্ত্রীও ফিরে যান সার্কিট হাউসে ৷ তখন যোগীর লখনউ ফেরার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে বারাণসী প্রশাসন ৷ এলবিএসআই বিমানবন্দর থেকে সেই বিশেষ বিমানে লখনউ ফিরে যান যোগী ৷
Be the first to comment