বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করার পর শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন বিল গেটস। শুক্রবার, লখনউয়ে তাঁর অফিসে গিয়ে দেখা করলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিল গেটসকে রাজ্যের শিল্প গড়ে তোলার বিষয়ে সব রকম সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন। পাশাপাশি রাজ্যে শিল্প সম্ভাবনার কথাও বিল গেটসকে বোঝান যোগী। কীভাবে রাজ্যের কর্মসংস্থান বাড়ানো যায়, তা নিয়েও দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়। বিনিয়োগের কথা মাথায় রেখেই উত্তরপ্রদেশে শুরু হতে চলেছে ইন্টারন্যশনাল ফরেন ইনভেস্টমেন্টস সামিট। সেখানে যোগ দিতে পরে জাপান, ফিনল্যান্ড, অ্যামেরিকা, তাইল্যান্ডের উদ্যোগপতিরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন বিল গেটস। বৈঠকে রাজনাথ সিং বিল গেটসকে ভারতে নতুন প্রযুক্তি আনার আহ্বান জানান।
Be the first to comment