খাবার ডেলিভারি দিতে গিয়ে অযথা পুলিশি হয়রানি, এই অভিযোগে শনিবার বর্ধমানে ঘণ্টা পাঁচেক কাজ বন্ধ রাখলেন একটি অ্যাপ-নির্ভর খাবার সরবরাহকারী সংস্থার ডেলিভারি বয়রা।
পুলিশের দাবি, এ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে পুুলিশ-প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হয়ে যায়। জোম্যাটো নামে ওই সংস্থার ডেলিভারি বয়রা শনিবার জেলার বীরহাটার পার্বতী মাঠের সামনে জমায়েত হয়ে পুলিশি হেনস্থার প্রতিবাদ করেন।
তাঁদের অভিযোগ, শুক্রবার রাত থেকে পুলিশ তাঁদের কাজ করতে নিষেধ করেছে। এমনকি, শনিবার সকালে খাবার ডেলিভারি করার সময় তাঁদের কয়েক জন কর্মীকে পুলিশি হেনস্থার শিকার হতে হয়। এর প্রতিবাদে সাময়িক ভাবে খাবার ডেলিভারি বন্ধ রাখেন ওই সংস্থার কর্মীরা।
Be the first to comment