আজ থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্যান। প্রতিদিন সকাল ৬টা-৯টা পর্যন্ত উদ্যান খোলা থাকবে। উদ্যানে প্রবেশ করতে গেলে বাধ্যতামূলক ভাবে প্রতিষেধকের দু’টি ডোজ় নেওয়ার শংসাপত্র দেখাতে হবে। তবে উদ্যান সর্বসাধারণের জন্য খুলে দিলেও মিউজ়িয়াম গ্যালারি আপাতত বন্ধই থাকছে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল সূত্রের খবর, কাউন্টার থেকে টিকিট কাটার ব্যবস্থা যে হেতু এখনও চালু করা হয়নি, তাই অনলাইনে ‘বুকমাইশো’ ওয়েবসাইট থেকে নির্ধারিত সময়ের মধ্যে (সকাল ৬টা-৯টা) টিকিট কাটতে হবে। তা ছাড়া উদ্যানে প্রবেশের জন্য যাঁদের বার্ষিক ছাড়পত্র (অ্যানুয়াল পাস) রয়েছে, তাঁরাই একমাত্র প্রবেশাধিকার পাবেন। তবে সে ক্ষেত্রেও মাস্ক পরা-সহ কোভিড-বিধি মেনে চলতে হবে বলে জানান কর্তৃপক্ষ।
Be the first to comment