বিমানে বোমা আতঙ্ক নিয়ে পর পর ছড়ালো গুজব, নিরাপত্তা মজবুত করতে অসামরিক বিমান মন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠক

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

বেশ কয়েকদিনের মধ্যে একাধিক বিমানে বোমাতঙ্ক ! বিষয়টি নিয়ে চিন্তিত বিমান সংস্থা এবং নিরাপত্তার সঙ্গে যুক্ত পদস্থ কর্ম-কর্তারাও। তাই আর সময় নষ্ট না করে বুধবারই এই বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। কেন্দ্র যথেষ্ঠ সজাগ হয়ে উঠেছে এই ব্যাপারে।

সোমবার প্রথমে একাধিক বিমানে বোমা রাখা আছে বলে খবর ছড়ায়। তারপর মঙ্গলবারও একই খবরে আরও আতঙ্ক বাড়ে। তবে দু’দিনই দেখা যায় যে, খবরটি ভুল। অর্থাৎ, কেউ ভুয়ো তথ্য রটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এই কারণে বিমান পরিষেবাও স্বাভাবিকভাবে বিঘ্নিত হয়েছে। কারণ মাঝ আকাশ থেকে একাধিক বিমানের জরুরি অবতরণ করতে হয়েছে।
মঙ্গলবারই দিল্লি-শিকাগো এয়ার ইন্ডিয়া ফ্লাইট, জয়পুর-বেঙ্গালুরু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, দাম্মাম-লখনউ ইন্ডিগো ফ্লাইট, দারভাঙ্গা-মুম্বাই স্পাইসজেট ফ্লাইট এবং শিলিগুড়ি-বেঙ্গালুরু আকাসা এয়ার ফ্লাইট-সহ সাতটি বিমানে বোমা হামলার হুমকি দিয়ে নিরাপত্তা সংস্থাগুলিকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। তার মধ্যে কয়েকটি অ্যাকাউন্ট ইতিমধ্যেই শনাক্ত করা সম্ভব হয়েছে।
এই বিষয়টিকে এড়িয়ে যেতে একেবারেই চাইছে না কেন্দ্র। তাই আগে থেকে নিরাপত্তা আরও মজবুত করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*