রাজ্যপালের ডাকে সারা দিয়ে বিকালে রাজভবনে চা চক্রে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :-  অবশেষে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে দূরত্ব কিছুটা হলেও কমল। রাজভবন সূত্রে যে খবর উঠে এসেছে, তাতে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সোমবার বিকেলে রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত রাজ্যের বিশ্ব বিদ্যালয়গুলির পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে কথা হতে পারে।

নবান্নের তরফে জানা গেছে, মুখ্যমন্ত্রীকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সম্প্রতি রাজ্যপাল নতুন ছয় বিধায়কের শপথ নিয়ে কোনও জটিলতা তৈরি না করে, তাঁদের শপথ বাক্য পাঠ করিয়েছেন বিধানসভায় গিয়ে। তাই মুখ্যমন্ত্রীও চাইছেন রাজ্যপালের সঙ্গে সৌজন্য বজায় রাখতে। তাই এদিনের চা-চক্রে যোগ দিতে বিকেল ৪ টেয় তিনি যাবেন রাজভবনে। সেখানে উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, সি ভি আনন্দ বোস রাজ্যপাল হিসেবে রাজ্যের দায়িত্ব নেওয়ার পর নবান্নের সঙ্গে সুসম্পর্ক ছিল। পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন সর্বপরি রাজ্যের বিশ্ব বিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে তীব্র সংঘাত তৈরি হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতেই দু’পক্ষই চাইছে সবটা মিটিয়ে ফেলতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*