অনুষ্টুপের শরীরে রক্তক্ষরণ, গঠন করা হয় বিশেষ মেডিক্যাল বোর্ড

Spread the love

 

রোজদিন ডেস্ক :-

অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়া জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রের খবর। আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন অপর দুই অনশনকারী চিকিৎসক অনিকেত মাহাতো এবং অলোক ভার্মা। বাকি ৬জন অনশনকারীর শারীরিক অবস্থা একদমই ভাল নয়।

শনিবার রাতে গ্রিন করিডর করে ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল অনুষ্টুপকে। হাসপাতাল সূত্রের খবর, পরিস্থিতি সঙ্কটজনক। ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসক দল সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
জানা যাচ্ছে, অনুষ্টুপের শরীরের কোনও অংশে রক্তক্ষরণ শুরু হয়েছে। তারই জেরে শনিবার রাতে সে ধর্না মঞ্চে অসহ্য পেটে যন্ত্রণার অনুভব করেন। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শরীরের কোথায় রক্তক্ষরণ হচ্ছে তা খতিয়ে দেখছে মেডিক্যাল বোর্ড।
গত শনিবার অর্থাৎ ৫ অক্টোবর থেকে ১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেন ৬ জন জুনিয়র চিকিৎসকেরা। অনুষ্টুপ তাঁদেরই অন্যতম। পরে অনশনে যোগ দেন আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। গত বৃহস্পতিবার রাতে অনিকেত অসুস্থ হয়ে পড়লে নিয়ে যাওয়া হয় আরজি করে। আরজি করের বিচার চেয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও শুরু হয়েছে অনশন। শনিবার সেখানে অসুস্থ হয়ে পড়েন অনশনরত চিকিৎসক অলোক ভার্মা। রাতে ধর্মতলায় অসুস্থ হয়ে পড়েন অনুষ্টুপও।
ধর্মতলার অনশন মঞ্চে সাতজনের পর আরও দু’জন অনশনে যোগ দিয়েছেন। রবিবার নবম দিনে পা দিল জুনিয়র চিকিৎসকদের অনশন কর্মসূচি। ধর্মতলায় অনশন চালাচ্ছেন তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা, অর্ণব মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য এবং সায়ন্তনী ঘোষ হাজরা। শুক্রবার থেকে তাঁদের সঙ্গে অনশনে যোগ দিয়েছেন আলোলিকা ঘোড়ুই এবং পরিচয় পাণ্ডা।
জানা যাচ্ছে, অনশনকারী প্রত্যেকের শারীরিক অবস্থা একদমই ভাল নয়। কিন্তু আন্দোলনকারীদের স্পষ্ট কথা, শারীরিক অবস্থা যাই হোক না কেন, মনোবল তাঁদের দৃঢ় আছে। ফলে সরকারি দাবি না মানাা পর্যন্ত অনশনের পথ থেকে সরে আসার প্রশ্নই নেই বলে জানিয়েছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*