পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আজ মঙ্গলবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় ও সমাজবাদী পার্টির শীর্ষনেতা অখিলেশ যাদবের বৈঠক।
  2. ছাব্বিশে বিজেপির পরাজয় নিশ্চিত, মমতাই ফের মুখ্যমন্ত্রী, বললেন অখিলেশ।
  3. আগামীকাল সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। তুলে দেবেন বাংলার বাড়ি-র অনুমোদনপত্র।
  4. বুধবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জেরে পিছতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, পিছিয়ে যাচ্ছে ভোট অন অ্যাকাউন্টও।
  5. মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি যাত্রার সঙ্গী হতে পারেন খসড়া তালিকায় থাকা “মৃত” ভোটাররা।
  6. ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশান “মোক্ষধাম”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবরূপে নির্মিত সিরিটি মহাশ্মশান-এর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর।
  7. আজ মঙ্গলবার রাজ্যের সিইও দফতরে তৃণমূলের পাঁচজনের প্রতিনিধিদল।
  8. আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে আট। মঙ্গলবার বেলায় ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু ও
    দমকলের ডিজি। অনুমোদন ছিল না নাজিরাবাদ রোডের ওই গোডাউনের। ঘটনাস্থলে দাঁড়িয়ে মানলেন দমকলের ডিজি। আনন্দপুরের ঘটনায় তদন্তের নির্দেশ দমকলমন্ত্রী সুজিত বসুর। যাচ্ছে ফরেনসিক দল।
  9. আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত পিংলার একই গ্রামের তিন শ্রমিক। শোকের ছায়া এলাকায়।
  10. রাজস্থানের দৌসায় মর্মান্তিক পথদুর্ঘটনায় চার পুণ্যার্থীর মৃত্যু।
  11. আজ বিকেলে বঙ্গ সফরে বিজেপির নব নিযুক্ত সভাপতি নিতিন নবীন। প্রথমে কর্মীসভা দুর্গাপুরে।
  12. ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল, ধৃত সরকারি আধিকারিক, সোনারপুরের ঘটনা।
  13. ৩৭ দিন পর ১৬ ডিগ্রির ঘরে কলকাতার পারদ, আর পারদ পতনের সম্ভাবনা নেই।
  14. দুর্গাপুরে মহিলার কঙ্কালসার দেহ উদ্ধার, ধৃত অভিযুক্ত স্বামী।
  15. শুনানি-আতঙ্কে মালদহের মানিকচকে প্রৌঢ়ের মৃত্যুতে চাঞ্চল্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*