- আজ মঙ্গলবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় ও সমাজবাদী পার্টির শীর্ষনেতা অখিলেশ যাদবের বৈঠক।
- ছাব্বিশে বিজেপির পরাজয় নিশ্চিত, মমতাই ফের মুখ্যমন্ত্রী, বললেন অখিলেশ।
- আগামীকাল সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। তুলে দেবেন বাংলার বাড়ি-র অনুমোদনপত্র।
- বুধবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জেরে পিছতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, পিছিয়ে যাচ্ছে ভোট অন অ্যাকাউন্টও।
- মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি যাত্রার সঙ্গী হতে পারেন খসড়া তালিকায় থাকা “মৃত” ভোটাররা।
- ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশান “মোক্ষধাম”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবরূপে নির্মিত সিরিটি মহাশ্মশান-এর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর।
- আজ মঙ্গলবার রাজ্যের সিইও দফতরে তৃণমূলের পাঁচজনের প্রতিনিধিদল।
- আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে আট। মঙ্গলবার বেলায় ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু ও
দমকলের ডিজি। অনুমোদন ছিল না নাজিরাবাদ রোডের ওই গোডাউনের। ঘটনাস্থলে দাঁড়িয়ে মানলেন দমকলের ডিজি। আনন্দপুরের ঘটনায় তদন্তের নির্দেশ দমকলমন্ত্রী সুজিত বসুর। যাচ্ছে ফরেনসিক দল। - আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত পিংলার একই গ্রামের তিন শ্রমিক। শোকের ছায়া এলাকায়।
- রাজস্থানের দৌসায় মর্মান্তিক পথদুর্ঘটনায় চার পুণ্যার্থীর মৃত্যু।
- আজ বিকেলে বঙ্গ সফরে বিজেপির নব নিযুক্ত সভাপতি নিতিন নবীন। প্রথমে কর্মীসভা দুর্গাপুরে।
- ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল, ধৃত সরকারি আধিকারিক, সোনারপুরের ঘটনা।
- ৩৭ দিন পর ১৬ ডিগ্রির ঘরে কলকাতার পারদ, আর পারদ পতনের সম্ভাবনা নেই।
- দুর্গাপুরে মহিলার কঙ্কালসার দেহ উদ্ধার, ধৃত অভিযুক্ত স্বামী।
- শুনানি-আতঙ্কে মালদহের মানিকচকে প্রৌঢ়ের মৃত্যুতে চাঞ্চল্য।

Be the first to comment