পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ফের একবার নূপুর শর্মার গ্রেফতারির দাবি তুললেন মিম সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি ৷ ওই মন্তব্যের জন্য দেশের আইন মেনে বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে জানান তিনি ৷ একই সঙ্গে তিনি মনে করেন আর কয়েকমাসের মধ্যে নূপুরকে বড়মাপের নেত্রী করে তোলা হবে ৷ বিজেপির বিরুদ্ধে নূপুরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মিম সাংসদ ৷
ওয়েইসি বলেন, ‘নূপুর শর্মাকে গ্রেফতার করা উচিত ৷ দেশের আইন-কানুন মেনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ৷ আমরা চাই সংবিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হোক ৷ আমি এটাও জানি নূপুর শর্মাকে আর ৬-৭ মাসের মধ্যে বড়মাপের নেতা করে তোলা হবে ৷ এমনটাও হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে তাঁকে ৷’
গত মাসে টেলিভিশন চ্যানেলে পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরই সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের তরফে নূপুরকে গ্রেফতারের দাবি তোলা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়ের হয়েছে অভিযোগ ৷ ওয়েইসি তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর কাছে নূপুরকে গ্রেফতারের ব্যাপারে উদ্যোগী হতে বলেন ৷ তিনি বলেন, ‘বিজেপি নূপুরকে বাঁচানোর চেষ্টা করছে৷ প্রধানমন্ত্রী এ নিয়ে কোনও কথা বলছে না ৷ এআইএমআইএম এফআইআর দায়ের করেছে ৷ আমি রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিস কমিশনারকে বলতে চাই, তাঁরা দিল্লিতে পুলিসের টিম পাঠিয়ে নূপুর শর্মাকে রাজ্যে নিয়ে আসুক ৷’
তবে নূপুরকে জিজ্ঞাসাবাদের জন্য তলবের নোটিস নিয়ে দিল্লি গিয়ে তাঁর কোনও সন্ধান পায়নি মুম্বই পুলিস ৷ চার-পাঁচদিন ধরে মুম্বই পুলিস নূপুর শর্মার কোনও হদিস দিল্লিতে পায়নি ৷ তারপরই আদালতে যাওয়ার চিন্তাভাবনা শুরু করে মুম্বই পুলিস৷ আদালতের কাছে নূপুরকে পলাতক ঘোষণার দাবি জানাবে তারা ৷
Be the first to comment