রোজদিন ডেস্ক : এর আগে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। এবার কমিশনের এ রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ তিনি সিইও দফতরে যাবেন বলেই জানা গিয়েছে। তাঁর সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। বৈঠকে এসআইআর নিয়ে দলের বক্তব্য, মানুষের হেনস্তা-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া। লজিক্যাল ডিসক্রেপেন্সির তালিকা কেন এখনও সব জায়গায় স্থানীয় ভাবে দেখা যাচ্ছে না, সেই প্রশ্নও উঠবে।

Be the first to comment